• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাঙামাটিতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২৩ , ১০:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার, রাঙামাটি

    রাঙামাটিতে পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।
    উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, যেকোন ধর্মের মূল লক্ষ্য হলো মানুষ গড়া। আমরা মুক্তিযোদ্ধা করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন রাঙ্গামাটি উপযুক্ত জায়গা পেলে দৃষ্টি নন্দন রুপে মন্দির নির্মাণ করা হবে বলে জানান।
    অনুষ্ঠানে গেস্ট অব অর্নার ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
    জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপুল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content