• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ২:০৯:৩১ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারী কর্মচারী নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যা অনুপাতে বৈষম্যহীন নিয়োগ প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ৮অক্টোবর সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনে জেলা পিসিএনপি এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৬অক্টোবর সকালে ৪হাজার পরীক্ষার্থী চাকুরীর লিখিত পরীক্ষা দেয়ার পর ওইদিনই সবার পরীক্ষার মূল্যায়ণ করে তড়িগড়ি করে রেজাল্ট প্রকাশ করা হয় এবং এতে অধিকাংশই পাহাড়ীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, কোন বাঙ্গালীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। পরিকল্পিত ভাবে পরীক্ষায় উত্তীর্ণ করা হয়নি।

    এটি অসম্ভব বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রায় চার হাজার খাতা এক রাতে কাটলেন কি ভাবে, পরীক্ষা ৬ তারিখ? রেজাল্টও ৬ তারিখ প্রদান, তা কিভাবে সম্ভব। কোন ভাবেই একদিনে ৪ হাজার পরীক্ষার্থীর খাতা মূল্যায়ণ করা সম্ভব নয়।
    এসময় তিনি আরো বলেন, পাহাড়ী ৫০ ভাগ ও বাঙ্গালী ৫০ ভাগ চাকুরী দেবার বিধান থাকলেও কোটা না মেনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈষম্যহীনভাবে শুধুমাত্র পাহাড়ীদের নিয়োগ দিতে লিখিত পরীক্ষাতেই বাঙ্গালীদের বাদ দেয়া হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই, সমতার ভিত্তিতে নিয়োগ চাই, এসময় তিনি এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী করেন সরকারের কাছে। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী মো: নাসির উদ্দিনসহ বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content