• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এক‌টি চক্র ষড়যন্ত্র চালাচ্ছে: কুজেন্দ্রলাল এমপি

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ১১:৫১:২৭ প্রিন্ট সংস্করণ

    এ কে আজাদ, বি‌শেষ প্রতি‌নি‌ধি:

    খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সরকারের বিভিন্ন প্রকল্পের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের মতবিনিময় ও সূধীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২ অক্টোবর) দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও সভাপতি মোঃ কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমতলের মতো পাহাড়েও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হয়েছে। আওয়ামীলীগ সব সময় শান্তি, সকল সম্প্রাদায়ের ভ্রাতৃত্বের বন্ধন ও উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। সরকারের উন্নয়ন সহ‌্য করতে না পেরে একটি চক্র ঈর্ষান্বিত হয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

    সূ‌ত্রে জানা যায়, দীঘিনালা উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এর মধ্যে রয়েছে – গৃহায়ন কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ১১৫২ পরিবার। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ২৪৩৬ জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কভাতা সংখ্যা ৫২২৭ জন। মাতৃত্ব কালীন ভাতা ১১৭২ জন।
    সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা ২৬৪৮ জন। টিসিবি কর্মসূচির আওতায় উপকারী পরিবারের সংখ্যা ১৩৩৩২ জন।

    এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য অ‌্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা। বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ম‌ঞ্চে উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content