• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    পলাশবাড়ীতে চান্ঞ্চল্যকর শিশু বায়োজিদ হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৮:১১:৫০ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চান্ঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ ওরফে বায়োজিদ (৪) কে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে থেকে দুইজন আসামিকে রিমান্ডে নিয়ে এই হত্যা মূল রহস্য উদঘাটনের স্বীকারোক্তি দেয় হত্যাকারিরা।

    মঙ্গলবার (১৬ মে) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস রিলিজে মাধ্যমে এ তথ্যটি জানান পুলিশ সুপার কামাল হোসেন।

    প্রেস রিলিজে বলা হয়, গাইবান্ধার উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা (বালুখোলা) গ্রামের তাহারুল-রাহেনা দম্পতির ছেলে আব্দুল্লাহ ওরফে বায়োজিদ(৪)নামের শিশুটি গত ৮ মে বিকেল ৪ টা থেকে ৫ টার মধ্যে খেলারত অবস্থায় নিখোঁজ হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় ৯ মে বায়োজিদ(৪) নামের শিশুর মা রাহেনা বেগম পলাশবাড়ী থানায় একটি জিডি করেন। পরবর্তীতে ১০ মে রাহেনা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এদিনে একই গ্রামের সাইফুল ইসলাম শেরেকুলের ছেলে সাকিব হাসান রোমান (১৯) ও সোহরাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২০) কে ঘটনার সাথে জড়িত সন্দেহ গ্রেফতার করা হয়।

    তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাইজিদকে হত্যা করা হয়েছে মর্মে তথ্য প্রদান করে। এরপর গ্রেফতারকৃদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পুলিশ আবেদন করে। এদিকে, ১৩ মে বিকেল সাড়ে ৪ টার দিকে আসামি রোমানের বাড়ির পুর্ব পাশে ধানক্ষেত থেকে শিশু বায়োজিদের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    ১৪ মে বিজ্ঞ আদালতে রোমান ও শরিফুলের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ রিমান্ডের অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি সাকিব হাসান রোমান এই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

    অপরদিকে, এ ঘটনায় খোরশেদ আলম (২১) আশাদুজ্জামান রনি (১৯), ছকিনা বেগম (৬০), ববিতা বেগম (৪৫), মনিরা বেগম (২২), রোস্তম আলী মন্ডল (১৪) ও সোহাগ মন্ডল (১৬) সহ এ মামলায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।

    উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, পলাশবাড়ীর ওসি মাসুদ রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নুর-ই আলম সিদ্দিকীসহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content