• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    বিদায় সংবর্ধনা দেন সিলেট রেঞ্জের ডিআইজি কে 

      মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৩:১৪ প্রিন্ট সংস্করণ

    সিলেট রেঞ্জ পুলিশের বিদায়ী ডিআইজি  মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম  সিলেট রেঞ্জ থেকে বদলীজনিত কারণে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক এক নাগরিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    (২২ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আজকের নাগরিক সংবর্ধনা  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান  মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ ।
    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  নেছার আহমদ বিদায়ী ডিআইজি  দীর্ঘ দিনের কাজের প্রশংসা করেন। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে মৌলভীবাজার জেলায় তার বিভিন্ন কর্ম সবাই মনে রাখবে বলে তিনি তার বক্তব্যে বলেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোহাম্মদ  জাকারিয়া  ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ  পিপিএম  সাথে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার  মৌলভীবাজার জেলা পুলিশ তথা মৌলভীবাজারবাসীর উন্নয়ন ও সেবা প্রদানের জন্য মাননীয় ডিআইজি বিভিন্ন কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়নে মহোদয়ের অবদান সম্পর্কে আলোকপাত করেন। বিদায়ী ডিআইজি  মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বিদায়ী অতিথির বক্তব্যে এই বিদায় সংবর্ধনা আয়োজনের জন্য মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে জেলার সাধারণ মানুষকে সেবা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার কর্মজীবনে সিলেট রেঞ্জের এই ৩৩ মাসকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন। আজকের অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি  সিলেট রেঞ্জে  উনার কাজের অভিজ্ঞতা নিয়ে স্বরোচিত একটি কবিতা আবৃত্তি করে শোনান।  অনুষ্ঠানের সভাপতি এবং আয়োজক মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে, বিশেষ করে মৌলভীবাজার পৌরসভার আধুনিকায়ন ও সড়ক ব্যবস্থাপনা বিষয়ে বিদায়ী ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম অবদানের কথা তুলে ধরেন।
    নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি  মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম মহোদয়কে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  এর আগে সকালে ডিআইজি  মৌলভীবাজার সার্কিট হাউসে এসে পৌঁছালে জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া স্বাগত জানান
    এরপর জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজি কে সালামি প্রদান করেন। সালামি গ্রহণ শেষে মাননীয় ডিআইজি  নাগরিক সংবর্ধনায় উপস্থিত হন।

    আরও খবর

    Sponsered content