• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ১১:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গায় আদালত মাদক মামলায় ১ নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

    সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মাসুদ আলী আসামি সদর উপজেলার হাতিকাটা গ্রামের সুরুজ আলীর স্ত্রী ফাতেমা(৩৫)র উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মামলার নথি বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৫ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদর উপজেলার হাতিকাটা গ্রামে এক অভিযান চালিয়ে আসামি ফাতেমা খাতুনের বসতবাড়ির একটি কক্ষ থেকে চালের ড্রামের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগে কাগজের কার্টুনের মধ্যে থেকে ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা মূল্যের ৫০৬ টি অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ-আল -মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে ফাতেমা খাতুন ও তার স্বামী সুরুজ আলীকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ফাতেমা খাতুনকে দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক উপরোক্ত রায় দেন।
    রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন জানান, চার্জ গঠনের সময় মামলা থেকে সুরুজ আলীকে অব্যাহতি দেওয়া হয়। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

    আরও খবর

    Sponsered content