• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    র‍্যাবের জালে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ৪ নারী গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ১২:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

    সজীব হাসান, স্টাফ রিপোর্টার:

    চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্তনগর ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ চার জন নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাটের র‌্যাব-৫ এর সদস্যরা।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত হানিফের মেয়ে আনোয়ারা (৩১) মুনুসুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৩৬) মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও একই থানার মৌপুকুর এলাকার বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭) সান্তাহার রেলওয়ে থানা সুত্রে  জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভিতরে অভিযান চালিয়ে ৪ জন নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বডি ফিটিংয়ের মাধ্যমে বহন করা ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট  র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ সাদিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে ৪জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সান্তহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছ।

    আরও খবর

    Sponsered content