• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    অভয়নগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত ! মামলা দায়ের

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

    যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা রুবেল মোল্লা(৩৫), নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার ১৮ অক্টোবর দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রুবেলের মা মোছাঃ আনোয়ারা বেগম বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ৪ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা করেন। যার মামলা নং ১৪। তারিখ ১৯/১০/২০২৩ ইং ধারা নং ৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৫০৬/১১৪/৩৪। মামলার আসামিরা হলেন, উপজেলার ধোপাদী গ্রামের মৃত ছলিম মুন্সির ছেলে মোঃ আনিছুর রহমান(৩৫), মোঃ মফিজুর রহমান(৩৮), মোঃ হাফিজুর রহমান(৪৮) ও একই গ্রামের মৃত- গফ্ফার মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(৩৮)। মামলা সূত্রে জানা গেছে, রুবেল মহাকাল ১ নং ওয়ার্ড মীরবাড়ি ঘাটে কাজের উদ্দেশ্যে ভাঙ্গাগেট এলাকায় যায়। এসময় আসামিরা একত্রিত হয়ে রুবেলের পথ গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। এবং ডান হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । খবর পেয়ে পুলিশ ১ নং আসামি মোঃ আনিছুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। বাকি আসামিরা পলাতক রয়েছে। এবিষয়ে আহত রুবেল জানান, উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ১০/১০/২৩ তারিখে ইমন গাজী নামের এক ব্যক্তি ছুরিকাহত হয়। সেই ঘটনায় এজাহার ভুক্ত আসামি আমি তাই আদালতে জামিন হওয়ার চেষ্টায় আছি। ওই ঘটনাকে কেন্দ্র করে বাদি পক্ষের সন্ত্রাসীরা ৩/৪ জন আমাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করতে থাকে এবং আমার এক হাত ভেঙ্গে ফেলেছে আর এক হাতের আংগুল গুলো ভেঙ্গে দা দিয়ে কুপিয়ে আহত করে । উল্লেখ আহত রুবেল মোল্লা নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিষয়টি পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন নিশ্চিত করেছেন। আহত রুবেল উপজেলা ধোপাদী গ্রামের মশিয়ার মোল্লার ছেলে। উল্লেখ্য, নওয়াপাড়া ভাঙ্গাগেট সংলগ্ন নিজ প্রতিষ্ঠান এম আর ট্রেডিং এর সামনে মেহেদী হাসান ইমনকে হত্যার উদ্দেশ্যে ১০/১০/২৩ (বেলা ১১ টার পর) পিছন থেকে কোমরের উপর দুইটা ও পেটে একটা ছুরি দিয়ে আঘাত করে। তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। মাটিতে পড়ে থাকা ইমন গাজি কে পথচারিরা মুমূর্ষ অবস্থায় ভ্যান যোগে নওয়াপাড়া সরকাবি হাসপাতালে নিয়ে ভর্তি করে।কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বলা হয়। এসময় তার পরিবার তাকে দ্রুত খুলনা গাজী মেডিকেলে ভর্তি করে। পরে পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় রুবেল ও রিফাতের নামে অভিযোগ দায়ের করেন। হারুন অর রশিদ জানান, ধোপাদী গ্রামের (১) রুমেল ওরপে(রুবেল)পিতা মশিয়ার মোল্যা (২) রিফাত হোসেন পিতা রফিকুল ইসলাম দপ্তরী তারা আমার ভাইপো ইমনকে হত্যার উদ্দেশ্যে চলতি মাসের ১০ তারিখে ভাঙ্গা গেট এলাকায় চাকু দিয়ে পেটে ও কোমরে আঘাত করে তার হাতে থাকা টাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
    এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান ওই ঘটনায় মামলা হয়েছে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। এর আগে ইমন গাজীকে আহত করা হয়েছে। তার পক্ষ থেকে মামলা করা হয়েছে। রুমেলকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content