• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গার দু’পুলিশের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:২১:৪১ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার দু’পুলিশের জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছে।
    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম। জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২১-২২ প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দুই জন সদস্য কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ’র
    মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ চুয়াডাঙ্গা জেলার এএসআই(নিঃ) মিতা রানী বিশ্বাস ও কনস্টবল মোঃ মেহেদী হাসানকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন। উক্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ, খুলনা, জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মোঃ হাসানুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ এবং খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।

    আরও খবর

    Sponsered content