• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ১০:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রাম প্রতিনিধি

    সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অদ্য ২০ অক্টোবর ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।

    শারদীয় দুর্গাপুজা ২০২৩ উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রায় ৬৫টি মোবাইল ও স্ট্রাইকিং পুলিশ টিম সমন্বয়ে প্রায় ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকছে, সাথে প্রতিটি পুজামন্ডবে থাকছে স্ট্যাটিক ৩৫০০ আনছার সদস্য। সিনিয়র পুলিশ সদস্যরা বিভিন্ন সেকটরে বিভক্ত হয়ে দিবারাত্রি প্রতি ন্যানোমুহুর্তে করছে নিবিড় তদারকি। উপজেলা ভিত্তিক স্কাউটস সদস্যরা থাকছে সেচ্ছাসেবক হিসাবে, আরো থাকছে থানাভিত্তিক মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ।

    উক্ত বিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সাথে ছিলেন জেলা আনসার কমান্ডেন্ট জনাব নাহিদ হাসান জনি ও কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাসেদুল হাসান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সুমন রেজা সহ জেলা পুলিশ ও জেলা আনসারের অন্যন্য সদস্যবৃন্দ।

    অদ্য সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রামের বিভিন্ন পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদেরর ব্রিফিং প্যারেডের আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

    পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনসার কমান্ডেন্ট সকলেই শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে সদাশয় সরকারের সম্প্রতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিত ভাবে পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি এও বলেন এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন হয়েছে এবং বেশিরভাগ পুজামন্ডব সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির সম্মানিত নেত্রীবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি এও বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।

    আরও খবর

    Sponsered content