• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গায় বিনা টিকিটে ভ্রমনের অভিযোগে ট্রেনের ২৩ যাত্রীকে কারাদন্ড

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ৩:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গায় বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করায় অভিযোগে ২৩ ট্রেন যাত্রীকে২৩ যাত্রীকে কারাদণ্ড দিয়েছে।

    রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ফারহান মাহমুদ, ট্রেন টিকিট পরিদর্শকসহ (টিটিই) রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
    খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ (আপ-ডাউন) ও সাগরদাড়ি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ও রূপসা (আপ-ডাউন) এক্সপ্রেস ছয়টি ট্রেনে এ অভিযান চালানো হয়।
    পাকশী বিভাগীয় রেলওয়ে ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, দিনভর ৬ টি ট্রেনে অভিযান চালিয়ে রেলের বিধি অনুযায়ী ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০ দিন এবং ২ জনকে একদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়। রেলওয়ে আইন ১৮৯০ এর ১১২ (ক) ধারায় এসব দণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া এসব ট্রেনের যাত্রীদের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও জানান, ভাড়া ও জরিমানার বিকল্প হিসেবে এবার বিনা টিকিটে ট্রেন ভ্রমণের যাত্রীদের জেল দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা আগের চাইতে আরও কমবে।

    আরও খবর

    Sponsered content