• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মা‌টিরাঙ্গায় ১১৫২ লিটার চেলাই মদসহ আটক ১

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ১০:১৮:৪৩ প্রিন্ট সংস্করণ

    এ কে আজাদ, বি‌শেষ প্রতি‌নি‌ধি:

    খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ১১৫২‌লিটার চোলাই মদসহ একজন কে আটক কর‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

    শ‌নিবার (২১অ‌ক্টোবর ২০২৩ইং)রাত অনুমান সা‌ড়ে ১০টার সময় খাগড়াছড়ি টু ঢাকা- চট্টগ্রাম গামী মহাসড়কে মা‌টিরাঙ্গায় ১১৫২ লিটার চেলাই মদসহ একজনকে আটক করা হয়।

    পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, নীল রং‌গের এক‌টি পিকআপ মাটিরাঙ্গা পৌরসভার সামনে পৌঁছাইলে পু‌লিশ ফোর্স গাড়িটি থামানোর জন্য চালককে সংকেত দেয়। তখন পিকআপ গাড়ির চালক গাড়িটি না থা‌মি‌য়ে দ্রুত গতিতে ঢাকা-চট্টগ্রামের অভিমুখে যে‌তে থাকে। এরপর পিকআপ গাড়িটি মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে মহাসড়কের উপর গাড়িটিকে আটক করে।অতঃপর পু‌লিশ গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের সা‌থে তাৎক্ষনিক পারিপার্শ্বিকতার মিল পাওয়ায় মিনি পিকআপ গাড়িটির চালক আইয়ুব আলী কে আটক ক‌রে এবং অপর ১জন লোক পিকআপ হ‌তে লাফি‌য়ে দ্রুত পালি‌য়ে যায়।
    পু‌লি‌শের জিজ্ঞাসাবাদে পিকআপ গাড়িটির চালক তাহার নাম আইয়ুব আলী ও বয়স ৩৫ বছর জানায়। এবং পলাতক আসামীর নাম আমিন (৪০),(মামুন মাষ্টারের সৎ ভাই), পিতা- জহির, সাং-কবরস্থান নতুন মসজিদের পাশে, ০৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।

    আ‌রো জিজ্ঞাসাবাদে আটক আসামী আইয়ুব আলী (৩৫) উক্ত মিনি পিকআপ গাড়িটির পছনের বড়িতে দেশীয় তৈরী চোলাই মদ আছে ম‌র্মে জানায়।

    গ্রেফতারকৃত আসামী আইয়ুব আলী (৩৫), পিতা-সুলতান মাহমুদ, মাতা-জাহানারা বেগম, সাং-প্রহর চান্দা (আইয়ুবের বাড়ী), ০৭নং ওয়ার্ড, বড়ইতলী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে -থানা বাজার (জসিমের বাড়ীর ভাড়াটিয়া), ০৩নং ওয়ার্ড, দীঘিনালা সদর ইউপি, থানা- দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি।

    পু‌লিশ পিকআপ তল্লাশী করে গাড়ির পিছনের বড়িতে থাকা:
    ১। ২৪টি নীল রংয়ের ছিপিযুক্ত প্লাস্টিকের গ্যালন ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ, যাহার প্রতিটি গ্যালনে ৩৫ লিটার সর্বমোট (২৪×৩৫)= ৮৪০ (আটশত চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ।

    ২। ১৩টি নীল রংয়ের প্লাস্টিকের পুরাতন ক্যারেট, যাহার প্রতিটির মধ্যে ২৪টি মোট (১৩×২৪)=৩১২টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ। প্রতিটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে ০১ লিটার করে ৩১২টি ব্যাগের মধ্যে ৩১২ (তিনশত বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ সর্বমোট (৮৪০+৩১২)=১১৫২ (এক হাজার একশত বায়ান্ন) লিটার দেশীয় তৈরী চোলাই মদ।

    ৩। ০১(এক) টি রেজিঃ বিহীন নীল রংয়ের পুরাতন মিনি পিকআপ, যাহার ইঞ্জিন নং-অস্পষ্ট, চেচিস নং-অস্পষ্ট, যাহার অনুমান মূল্য ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা।

    আ‌রও জিজ্ঞাসাবাদে আসামী এবং পলাতক আসামী আমিন(৪০) সহ দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে দেশীয় তৈরী চোলাই মদ মিনি পিকআপ গাড়ি যোগে চট্টগ্রাম শহরে নিয়া যাইয়া অজ্ঞাত মানুষের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।

    ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে খাগড়াছ‌ড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর ব‌লেন, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। বিধি মোতাবেক যথা সম‌য়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

    আরও খবর

    Sponsered content