• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইফতার করাবেন সাকিব

      ডেস্ক নিউজ ৪ এপ্রিল ২০২৩ , ৭:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আগামীকাল বুধবার ইফতার করানোর কথা জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুকে এ কথা জানান তিনি।

    এর আগে আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০ ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ২৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের। এ ছাড়া আগুনে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
    ফেসবুকে সাকিব লেখেন, ‘আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। তাই আমি, আমার এসএএইচ ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

    এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে অন্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ ছাড়া পরবর্তী ইফতার কার্যক্রমের জন্য ২০ হাজার টাকা দিতে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে মনোনীত করেছেন তিনি।

    আরও খবর

    Sponsered content