• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লাবের নবগ‌ঠিত ক‌মি‌টির বি‌ভিন্ন পূজা মন্ডব প‌রিদর্শন

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৭:২৯:০১ প্রিন্ট সংস্করণ

    শ‌হিদুল ইসলাম :ধনবাড়ী প্রতিনিধি

    টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় ৩৭ টি পূজা মন্ডবে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।

    আজ ২২ অ‌ক্টোবর ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লাবের নবগ‌ঠিত ক‌মি‌টির সম্মা‌নিত সভাপ‌তি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন, সাংবা‌দিক শ‌হিদুল ইসলাম , সাংবা‌দিক মোঃ দে‌লোয়ার হো‌সেন , সাংবা‌দিক রাম সহ অন‌্যান‌্য সাংবা‌দিকবৃন্দ বি‌ভিন্ন পূজা মন্ডব প‌রিদর্শন ক‌রেন ।

    সাংবা‌দিকবৃন্দ শ্রী শ্রী রাধা গো‌বিন্দ সেবাশ্রম সিংগাটা ধনবাড়ী ,টাঙ্গাইল পূজা মন্ডব প‌রিদর্শনের সময় বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদ ধনবাড়ী উপ‌জেলা শাখার সাংগঠ‌নিক সম্পাদক শ্রী প্রবীন কুমার সরকার এর সাক্ষাতকার নেওয়ার সময় সে সাংবা‌দিক‌দের জানান আমা‌দের পূজা মন্ডব বর্ণিল সাজে সাজানো হয়েছে খুব সুন্দর ও ম‌নোরম প‌রি‌বে‌শে পূজা উদযাপন হ‌চ্ছে।

    ধনবাড়ী র‌বিদাসপাড়া পূজামন্ডপ সমবায় সুপার মা‌র্কেট পূজা মন্ডব প‌রিদর্শনের সময় পূজা মন্ডব ক‌মি‌টির সভাপ‌তি এর সাক্ষাতকার নেওয়ার সময় সে সাংবা‌দিক‌দের জানান আমা‌দের পূজা মন্ডবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সা‌র্বিক সহ‌যো‌গিতা পা‌চ্ছি । আমরা নিরাপ‌দে পূজা উদযাপন কর‌তেছি ।

    ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লাবের নবগ‌ঠিত ক‌মি‌টির সাংবা‌দিকবৃন্দ পূজা মন্ডব পরিদর্শনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতির খোজখবর নেন।

    ২০ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী দূর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছ‌রের শারদীয় দূর্গাপূজা ।

    আরও খবর

    Sponsered content