• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    অনুষ্ঠিত হলো “১৬৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ১১:২৩:১৮ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার :

    বগুড়ায় গত (২৯ অক্টোবর) ২০২৩ খ্রি. রোববার, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সবুজ শ্যামল প্যারেড গ্রাউন্ডে “১৬৬ টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
    কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন জনাব ওয়াই এম বেলালুর রহমান, বিপিএম- সেবা, এনডিসি, অ্যাডিশনাল আইজি, টিএন্ডআইএম, ঢাকা মহোদয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফ হোসেন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) র‍্যাব-১২, সিরাজগঞ্জ, মহোদয়সহ বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার কর্মরত অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
    উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির নিকট হতে একাডেমিক ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি -২৫০৫২৮ মোঃ ইসমাইল হোসেন সাগর এবং পিটি এন্ড প্যারেডে শ্রেষ্ঠত্ব অর্জন করেন, টিআরসি-২৫০৪৪৭ মোঃ সাইফুর রহমান আসাদ পদক গ্রহণ করেন এবং সার্টিফিকেট বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় নবীন সহকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, তিনি প্রথমে বাঙ্গালীর অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদদের কথা স্মরন করে বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জীবন-সম্পদ রক্ষায় অহর্নিশ পরিশ্রম করছে। সময়োপযোগী আধুনিক পুলিশ গড়ে তোলার প্রত্যয়ে প্রায় ৪০ বছর পর কনস্টেবল নিয়োগে পরিবর্তন আনা হয়েছে, যা ছিল এক দুঃসাহসিক যাত্রা। ইতোমধ্যে নতুন প্রবর্তিত নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে পুলিশে এক নবযাত্রা সূচিত হয়েছে, রচিত হয়েছে এক নতুন ইতিহাস। আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করে তোমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরো বেগবান করার প্রত্যাশা করেন। আজ এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমেই শেষ হলো ১৬৬তম টিআরসি ব্যাচের ০৬ (ছয়)
    মাসের মৌলিক প্রশিক্ষণ।

    আরও খবর

    Sponsered content