• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • শিক্ষা

    শাল্লায় আব্দুল মন্নান চৌধুরী মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষায় পার্থ ও নাবিল প্রথম

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ১২:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    শাল্লা প্রতিনিধি-

    সুনামগঞ্জের শাল্লায় আব্দুল মন্নান চৌধুরী মেধা অন্বেষন/২০২৩ বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণিতে প্রত্যয় চৌধুরী পার্থ ও মাহবীর আহমদ নাবিল পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান পেয়েছে। প্রত্যয় চৌধুরী পার্থ দিরাই উচ্চ বিদ্যালয় ও মাহবীর আহমদ নাবিল শ্যামারচর লিটল জুয়েলস কিন্ডার গার্টেনের শিক্ষার্থী। উক্ত বৃত্তি পরীক্ষা শনিবার (৪নভেম্বর) শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
    জানা যায়, আব্দুল মন্নান চৌধুরী মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার প্রায় দেড়’শ বিদ্যালয়ের ৭শ’ ৮জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শনিবার (৪নভেম্বর) সকাল সাড়ে দশটায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করে বিকাল ৩টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে ফলাফল ঘোষনা ও বৃত্তির সম্মাননা প্রদান করা হয়। বৃত্তি প্রধান অনুষ্ঠানে গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সজল সরকারের পরিচালনায় ও আব্দুল মন্নান চৌধুরী মেধা অন্বেষন বৃত্তি’র সভাপতি শাল্লা উপজেরা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের শাল্লা উপজেলা শাখার সাধারন সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব প্রধান
    অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, ভাটিবাংলা
    কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ আলা উদ্দিন, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব আরিফ মোহাম্মদ দুলাল, শাল্লা উপজেলা
    আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পীযুষ চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন। উক্ত বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে মেধাস্থানে ১৫ ও সাধারণ মেধায় ১৫জন এবং ৮ম শ্রেণিতে মেধাস্থানে ১৫ ও সাধারণ মেধায় ১৫জন সহ মোট ৬০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। আগামিতে উক্ত বৃত্তি পরীক্ষায় ১শ’ জনকে বৃত্তি দেয়ার ঘোষনাও দেন কমিটির সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতেই ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আইমান সিয়াম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শাল্লা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী দেবলিনা চক্রবর্তী পিউ গীতা থেকে শ্লোক পাঠ করেন। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয় সমূহের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content