• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    মোহনগঞ্জে শরিফা নামে সাহসী নারীর মাধ্যমেই দুটি নিষ্পাপ প্রাণ বেঁচে গেল

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোহনগঞ্জ প্রতিনিধিঃ

    মোহনগঞ্জ থানা পৌরসভা এলাকায় ৮ নং ওয়ার্ডের এক প্রতিবাদী নারী মাধ্যমে মোহনগঞ্জ থানা ইনচার্জের সহযোগিতায় একটি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

    মোহনগঞ্জ থানা প্রশাসন সুত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ৮ ঘঠিকায় পৌরশহরে ৮ নং ওয়ার্ডের দৌলতপুর উত্তর পাড়া, চান মালেকের বাড়িতে ভাড়াটিয়া সোহেল মিয়ার মেয়ে মোছাঃ আাশা মনি ১৩ বছর সাথে সুনামগঞ্জ দিরাই উপজেলা মধ্যপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে মোঃ আলহাম ১৭ বছরের ছেলের সঙ্গে গায়ে হলুদের কাজ সম্পূর্ণ হয়।

    পার্শবর্তী বসবাসরত মোছাঃ শরিফা আক্তারের রাতের বেলায় বিবাহ হচ্ছে দেখে তার  সন্দেহ হয়, বিয়ের কাজ তো দিনের বেলায় হয়? রাতে কেন? তিনি সরজমিনে গিয়ে দেখতে পেলেন ছেলে ও মেয়ে দুইজনেই কিশোর, তিনি ঐ ছেলে ও মেয়ের পরিবারের সকলকে নিয়ে বুঝতে চেষ্টা করলেন, কিন্তু তারা উনার কথা মানতে রাজি না, তারা বাল্য বিবাহ দিবেই, শরিফা উনাদেরকে আবারও বুঝতে চেষ্টা করলেন, বাল্য বিবাহ এটা একটা সামাজিক অপরাধ, কিন্ত তারা মানতে রাজি না, তারা বিয়ে দিবেই, পরে ঐ নারী মোছাঃ শরিফা আক্তার মোহনগঞ্জ থানা ইনচার্জের শরণাপন্ন হন, পরে রাতেই পুলিশ ইনচার্জ উনি উনার ফোর্স পাঠান, এবং এসে ঘঠনার সত্যতা পান, পরে ছেলে ও মেয়ের উভয় পরিবারের সকল সদস্যদের মোসলেকা নিয়ে বিয়ে

    বন্ধ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content