• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • শিক্ষা

    শ্রীমঙ্গলে চতুর্থ-পঞ্চম শ্রেণির ৭৫৫জন শিক্ষার্থীদের মেধা মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৪:১৩:১৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

    চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৭৫৫ জন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মেধা মুল্যায়ন পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৪ নভেম্বর ২০২৩ইং, সকালে শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ মডেল টেকনিক্যাল স্কুলে প্রতি বছরের মতো এ বছরের “আমরা করব জয় ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত মেধা মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষায় উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।
    “আমরা করব জয় ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মডেল টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ মাহবুব আলম (স্বপন) বলেন, আমরা প্রতি বছরের ন্যায় মেধা বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের উপর মেধা মুল্যায়ন পরীক্ষা নিয়েছি। আগামী ৭ নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ও মেধাবীদের পুরস্কার প্রদান করা হবে।
    তিনি আরও বলেন, এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ৪র্থ শ্রেণির ৩৮০ ও ৫ম শ্রেণির ৩৭৫ জন সহ মোট শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে ৭৫৫ জন। দুপুর ১২টায় পরীক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষক হিসেবে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল আলী, কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর, দেওয়ান শামছুল ইসলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা বেগম, দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাস, সাংবাদিক ঝলক দত্ত, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (রুম্মন), সমাজ সেবিকা ফাতেমা বেগম ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন প্রমুখ।
    পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহের নাম: সুইনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর মনিপুরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিয়া ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুল ছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগেন্দ্র নাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল আজহার ইন্সটিটিউট, মেরী গোল্ড কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় (প্রাথমিক শাখা), ইলিয়াস পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজী ফাউন্ডেশন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল টেকনিক্যাল স্কুল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় (প্রাথমিক শাখা), হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নটরডেম স্কুল এন্ড কলেজ, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাজিরাবাদ কিন্ডার গার্ডেন, ব্লু বার্ড কিন্ডার গার্ডেন, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক, প্রমুখ।

    আরও খবর

    Sponsered content