• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে-পালিত

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ১০:৩২:০৭ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়। কমিউনিটি পুলিশিং ডে উদ্‌যাপন উপলক্ষ্যে ৪নভেম্বর শনিবার সকালে পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার, সৈকত শাহীন।
    বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল এর সঞ্চালনায় বান্দরবান সদর থানা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,পিপিএম-সেবা। সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নকিব(টুরিস্ট পুলিশ), মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারি পুলিশ সুপার(এসএএফ), সহ জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধসহ পুলিশ-জনতা ঐক্য সৃষ্টির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content