• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানব সেবা সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখ ও পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্যদ্রব্য বিতরণ

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৫:১৩:২৩ প্রিন্ট সংস্করণ

    অজিত দাস,ব্যুরো চীফ সিলেট প্রধান :-

    আজ শুভ নববর্ষ ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর কে কেন্দ্র করে। মানব সেবা সংগঠন, চা শ্রমিকদের সেবক, ও শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের সম্মিলিত ভাবে অংশ গ্রহণের মাধ্যমে। চা বাগানের গরিব দুঃখি ও অসহায় প্রতিবন্ধী মুসলিম চা শ্রমিকদের মাঝে ১০ পরিবারকে খাদ‍্য সামগ্রি সেমাই, নুডুস, দুধ, চিনি, পিয়াজ, সাবান, সেম্পু, বাদাম কিসমিস, দারচিনি, এলাচি ইত্যাদি বিতরন করা হয়।

    খাদ্য বিতরণ এর সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যান সংস্থার সদস্য ও চা শ্রমিকদের সেবক সংগঠনের সদস্য ও মানব সেবা সংগঠন এর সভাপতি শান্ত মৃর্ধা দিপক ( ভুড়ভুড়িয়া চা বাগান) , ব্লাড ম্যান সংগঠন ও চা শ্রমিকদের সেবক সংগঠনের সদস্য বিষ্ণু হাজরা রাজু (ভাড়াউড়া চা বাগান), শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও চা শ্রমিকদের সেবক সংগঠনের বালিশিরা ভ্যালি পরিচালক রুপম তাঁতী (লাখাইছড়া চা বাগান) আরও উপস্থিত ছিলেন মানব সেবা সংগঠনের সদস্য আকাশ দোষাদ, বিশাল মৃর্ধা, সুমন মৃর্ধা, আসিক রবিদাস, সামলাল রবিদাস, গবিন রিকিয়াশন, কিরন তাঁতী। মানব সেবা সংগঠন এর সভাপতি শান্ত মৃধা দিপক বলেন আমরা আমাদের নিজের হাত থেকে কিছু কিছু অর্থ এক সাথে মিলিয়ে আমদের চা বাগানের অসহায় চা শ্রমিকের হাসি ফুটাতে এবং পহেলা বৈশাখ ও ঈদ আনন্দ ভাগাভাগি করে দেওয়ার জন্য অল্প কিছু খাদ্য বিতরণ করার চিন্তা করে আমাদের এই উদ্যোগ তবে অসহায় কে অল্প হলেও সহায়তা প্রদান করা আমাদের কাছে অনেক বড় বলে মনে করি।

    আরও খবর

    Sponsered content