• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    ছাতকে পিডিবির এক ঠিকাদার প্রতিষ্টানের বিরুদ্ধে প্রতারনা মামলা

      প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ৮:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার,ছাতক:

    ছাতকে ঠিকাদারী প্রতিষ্টান পিডিবি মেসার্স টি আর, এন্টার প্রাইজ মালিক আজিজুর রহমানের বিরুদ্ধে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারনা মামলা দায়ের করেন সাব ঠিকাদার। শ্রমিকদের কাজ করিয়ে টাকা  না দিয়ে আত্মসাৎতের ঘটনায় জেলাজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এ মামলার ঘটনায় ছাতক ও সিলেটের বিদুৎ বিভাগের ব্যাপক আলোচনা ও সমালোচনার চলছে। গত ১০ অক্টোবর সিলেটের জালালাবাদ থানার নেহারীপাড়ার মইজ উদ্দিনের পুত্র আব্দুল খালিক (৫২) বাদী হয়ে পিডিবি ঠিকাদারী প্রতিষ্টান  মেসার্স টি আর, এন্টার প্রাইজ মালিক দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাঁশতলা গ্রামের আইন উদ্দিনের পুত্র আজিজুর রহমানকে প্রধান আসামী করে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারনার মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে ২০২৪ সালে ১০ জানুয়ারি তদন্ত পুবর্ক প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
    অভিযোগ থেকে জানাযায়,পিডিবি ঠিকাদার আজিজুর রহমান ২০১৭ ও ২০২১ সালে ছাতকসহ বিভিন্ন স্থানে সাব-ঠিকাদার আব্দুল খালিক সঙ্গে  ঠিকাদারি প্রতিষ্টান টিআর এন্টারপ্রাইজে সঙ্গে বিদুৎ সংস্কার,পুল,লাইন নিমানের কাজের জন্য সাব ঠিকাদার নিয়োগ করেন। ২০১৭ সালে আসামীর সঙ্গে টি আর এন্টার প্রাইজের একটি প্যাডে চুক্তি সম্পাদনা করেন। এ চুক্তি মতো বিদুৎ খুটি ও পুল লাইন নির্মাণের কাজ শুরু করেন। সিলেটের শাহপরান ও নোয়ারাই ফিডান্ডের কচুদাই,মানিকপুর,নামাশইন,মোল্লাপাড়া,বড়গল্লা সহ ১২টি গ্রামে প্রায় ১০০টি পুল ১২ মিটার ও ৯মিটার স্থাপনসহ ঠিকাদার আজিজুর রহমান সঙ্গে বাদীর চুক্তি হয়। তার কাজ সম্পন্ন করলে শ্রমিকরা আজ ও তাদের মুজরীকৃত টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন আসামী। ছাতক নোয়ারাই ইউপির কাজের বিল প্রায় ১৯ লাখ ৯০হাজার টাকা ও সিলেট শাহপরান এলাকার কাজ বাবত ১৬ লাখ ৬০ হাজার ৫শ ’টাকাসহ ৩৬লাখ ৫২হাজার ৫শ’টাকার আতœসাত লুটপাটের ঘটনায় সাব- ঠিকাদার আব্দুল খালিক বাদী হয়ে একটি প্রতারনার মামলা দায়ের করেন। ২০১৭ ও ২১ সালে পিডিবি সংস্কার কাযাদেশ অনুয়ায়ি এখনো কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্টান ।
    এব্যাপারে আসামী আজিজুর রহমান জানান,তার বিরুদ্ধে আনিত সব গুলোঅভিযোগটি সত্য নয়,একটি কু-চত্রæ মহল তাকে বার বার হয়রানিমুলক মামলা দায়ের কওে আসছে। তদন্ত হলেই সত্যতা বের হয়ে আসবে বলে তিনি নিশ্চিত করেন। এব্যাপারে সিলেট আইনজীবি এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন এ মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পিবিআইকে তদন্তের নিদেশ দিয়ে দিয়ে আদালত। ২০২৪ সালে ১০ জানুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নিদেশ দেন।

    আরও খবর

    Sponsered content