• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ক্যারেন পোকা নামক এক অদ্ভুত পোকার কি ব্যবসা

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৩ , ৩:৩৬:০১ প্রিন্ট সংস্করণ

    মো:আব্দুল মজিদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

    সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ঘোলা এিমুহি সহ উক্ত এলাকায় হিজলীয়া, কলিমাখালী, নাঙ্গলদাড়িয়া, হাজরাখালি, মাড়িয়ালা,নাকতাড়া,সহ,আরও অনেক এলাকায় এখন যেন এব্যবসার এক জমজমাট ক্ষেএে পরিনত হয়েছে
    বাহির থেকে এরা এসব এলাকায় এসে সাধারণ জনগনের কাছ থেকে ২০০/১০০ টাকা করে কেজি প্রতি কিনছে বলে জানান,বিক্রেতারা, এখন এলাকাবাসীর প্রশ্ন এইজিনিস কোথায় যায় এদিয়ে কি তৈরি হয় বিভিন্ন অনুসন্ধানে জানা যায় এটা একটি দামী জিনিস এটা বাংলাদেশ হয়ে ভারত যায় তবে কি জিনিস তৈরি হয় তা সম্পর্কে ক্রেতা বিক্রিতা কেহ কিছু বলতে পরিনি আসলে এটা দিয়ে কি তৈরি হয় তা সম্পর্কে জানার আগ্রহ সাধারণ জনগনের মনে প্রশ্ন রয়ে যায়
    এলাকা বাসির দাবি মিডিয়ার মাধ্যমে এহেন জটিল বিষয়টির সমাধান যাহাতে হয় তার ব্যবস্থা সহ যদি জিনিস দামি হয় তার উপযুক্ত দাম যেন এলাকা বাসি পায়

    আরও খবর

    Sponsered content