• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    গরুর সন্ধান দিতে পারলেই পুরষ্কৃত করা হবে তথ্যদাতাকে

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৮:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    কিবরিয়া আহমেদ স্টাফ রিপোর্টারঃ

    সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতে এক ঘরের ছয়টি গরুর মধ্যে তিনটি গরু চুরির ঘটনায় তথ্যদাতাকে পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছেন গরুর মালিক।

    বিগত ১৬ই ডিসেম্বর শনিবার রাতে আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক পূর্ব পাড়া গ্রামের মোঃ রিদু মিয়া’র ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চুর। সকালে গরুর মালিক মোঃ রিদু মিয়া ঘুম থেকে উঠে দেখেন তাঁহার গরু ঘরের তালা ভাঙ্গা। তাৎক্ষণিক গরু ঘরে গিয়ে দেখেন ছয়টি গরুর মধ্যে তিনটি গরু আছে বাকি তিনটি গরু ঘরে নেই। এলাকায় অনেক খুঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মিলেনি চুরি হয়ে যাওয়া গরুর। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে গরুর মালিক মোঃ রিদু মিয়া বলেন- গরুগুলো আমার নিজ এলাকার চুরকে সহযোগী করেই চুরি করেছে পাশাপাশি এটি আক্রোশমূলকও হতে পারে কারণ গ্রামের মানুষের ভাঙ্গা ঘর থাকার পরও গরু চুরি হয় না। আমার দুই দুইবার পাকা ঘর থেকে গরু নিয়ে গেলো।

    গরুর মালিকের ভাই সালাউদ্দিন সাদ্দাম বলেন-
    আমার ভাই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। বিভিন্ন সময় অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলে থাকেন হতে পারে এটি আক্রোশজনিত। গরু তিনটির মধ্যে ষাড় ছিল লাল রংয়ের,গাভীর রং ছিল কালো,অন্য গাভীর রং ছিল হালকা সাদা এবং কালো। গরুর বিবরণ দিয়ে বলেন যদি কোনো সহৃদয়বান ব্যাক্তির নজরে আসে গরু গুলো তাৎক্ষণিক খবর দিতে পারলে তাকে পুরষ্কৃত করা হবে আমাদের পক্ষ থেকে।

    আরও খবর

    Sponsered content