• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের সুযোগ কারও নেই

      প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

    মো:সৈকত জামান প্রিন্স, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

    দ্বাদশ সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আশ্বাস ব্যক্ত করেছে গাইবান্ধা জেলা প্রশাসন। গাইবান্ধা জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের সুযোগ কারও নেই। এসংক্রান্ত কোনোরূপ ব্যত্যয় ঘটলে ভঙ্গকারীকে কোনোরূপ ছাড় দেওয়া হবে না।

    গতকাল শনিবার সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরি, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব বসুনীয়া, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউপি চেয়ারম্যান আল-আমিন আহমেদ, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মিয়া প্রমুখ।

    সভায় জানানো হয়, প্রার্থী, সমর্থক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঠিকভাবে আচরণ বিধি মেনে চলতে হবে। যদি কেউ আচরণ বিধি লঙ্গণ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা জেলা প্রশাসন একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ এবং ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের ক্ষেত্রে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তাই করবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন অনিয়ম, স্বজনপ্রীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না। আচরনবিধি সঠিক ভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

    আরও খবর

    Sponsered content