• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    সদরপুরের চন্দ্রপাড়ায় মুসলিম উম্মাহর শান্তি কামনায় বার্ষিক ওরছ উদযাপিত

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৩:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ

    কবির হোসাইন, সদরপুর (ফরিদপুর) থেকে-

    ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বার্ষিক ওরছ উদযাপিত হয়েছে। বুধবার ০৩ জানুয়ারি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ, হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে দরবার শরীফে আগত দেশ-বিদেশের লক্ষাধিক আশেক-জাকের-মুরিদান ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে যথাযথ ধর্মীয় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভাব-গামীর্যের মাধ্যমে এই ওরছ উদযাপিত হয়।

    ওরছ উপলক্ষে আগের দিন পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির –আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ৩ জানুয়ারি বাদ ফজর মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী, আল-ওয়সী পীর কেবলাজান নিজেই পবিত্র মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত সম্পন্ন করেন।

    এ উপলক্ষে ভক্ত আশেকান- মুরিদানের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দরবার শরীফ। দরবারের থেকে আগত ভক্ত আশেকান-মুরিদানের জন্য থাকা-খাওয়া-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে । নির্বিঘ্নে চলাচলের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইটিং করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত সকল ধরণের গাড়ি পার্কিংএর সুব্যবস্থা রাখা ও আইনশৃংখলা রক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে দরবারের নিজস্ব বিশাল আনসার বাহিনীর পাশাপাশি সদরপুর থানার পুলিশ মোতায়েন রাখা হয়। ওরছ শেষে মুরিদানগণ শান্তিপূর্ণ উপায়ে দরবার ছেড়ে নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

    আরও খবর

    Sponsered content