ইসলামী জীবন

ঈদগাহ মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ২৯ অক্টোবর 

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৫ , ১২:২৩:২৩ প্রিন্ট সংস্করণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্তর্গত আল্লামা মুহাম্মদ ইদরীস (সুপারিন্টেন্ডেন্ট) রহ: এর হাতে গড়া প্রতিষ্ঠান ঈদগাহ মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার ৪৪ তম বার্ষিক সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরামগনের মাঝে থাকবেন-আল জামেয়া,আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম হয়রতুল আল্লাম মুফতি আবু তাহের নদভী, ঢাকার শায়খুল হাদিস জামে য়াতুল আনোয়ারের মুহতামিম হয়রতুল আল্লাম মুফতি কামাল উদ্দিন শিহাব কাছেমী, আল জামেয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস হয়রতুল আল্লাম কাজী আখতার হোসাইন আনোয়ারী, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হয়রতুল আল্লাম হাফেজ জহিরুল ইসলাম, পোকখালী গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম হয়রতুল আল্লাম ইমান জাফর আলম।

এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন মাদ্রাসার খাদেম হাফেজ এমদাদুল হক।

আরও খবর

Sponsered content