জাতীয়

মধ্যনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৭:৪১:২৫ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সাম্য ও সমতায় ,দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান।

বিশেষ অতিথির
বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমীন তালুকদার, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়াউর রহমান, মধ্যনগর গ্রাম উন্নয়ন ঋণদান সমিতির সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, এবং অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি গোপেস তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, “সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টার শক্তি, যা মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তারা আরও বলেন, উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম যেন সমবায় আইন ও বিধি অনুসারে পরিচালিত হয়, সে বিষয়ে সাংবাদিক ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে প্রধান অতিথি হিসেবে ওসি মনিবুর রহমান মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content