প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৭:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে লংগদুতে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা সমবায় কর্মকর্তা নিয়হলা মার্মা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।
লংগদু উপজেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) লংগদু উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাখাওত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোবারক হোসেন, লংগদু সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য বৃন্দ।
এসময় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সমাজ গঠনে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের উপর জোর দেন এবং সমবায়ী সংগঠনগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

















