চট্টগ্রাম

দীঘিনালায় মিনি ট্রাক উল্টে নিহত ১, আহত ১

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৩:৫৯ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির দীঘিনালায় মিনি ট্রাক উল্টে খোকন চন্দ্র দাশ (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাতের দিকে উপজেলার বড়াদম এলাকা পার হয়ে ভিতরে কাঁচা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চন্দ্র দাশ দীঘিনালা পশ্চিম থানা পাড়ার বাসিন্দা। তিনি বিকালে নিজের বাগানের কাঠ কাটতে মিনি ট্রাকযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কাঁচা মাটির উঁচু রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খোকন চন্দ্র দাশ মারা যান এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়দের মতে, বড়াদম থেকে ভিতরের দিকে ওই কাঁচা রাস্তা বৃষ্টি ও ঢালু হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে।
নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content