• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    প্রতি ইঞ্চি জমি কাজে লাগিয়েছেন রংপুর র‍্যাব ১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৪:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি চাষাবাদে অন্যান্য নজির গড়েছেন। বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের অনুপ্রেরণায় আজ সাজানো পরিপাটি আঙিনা।মাটিতে ফলেছে ফল-ফুল-ফসল।খামারে-খাচায় ঘুরে বেড়ায় হাঁস-মুরগী-কবুতর।রংপুর র‍্যাব১৩ এর এই উঠোন কৃষি।যেন দেশের সকল মানূষের জন্য এ এক অনুপ্রেরণা।তাইতো রংপুর র‍্যাব ১৩ এর অধিনায়কের কার্যালয়ে প্রতি ইঞ্চি জমি কৃষির আওতায় এনে উদাহরণ তৈরি করেছেন র‍্যাবের এই কর্মকর্তা আরাফাত ইসলাম। তিনি জানান এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলে রঙ বদলের খেলা। ষড়ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুরই আছে স্বতন্ত্ররূপ। সহজেই দৃষ্টিগোচর হয় এর বৈচিত্রতা। মাটির উর্বরতার কারনে যেখানে সেখানে হয় গাছগাছালি। তাই সহজেই দেখা মেলে, কোনো কোনো ঋতুতে মাঠ থাকে সবুজ ফসলে ভরপুর। নদীমাতৃক দেশ বিধায় সব জায়গার মাটিই বেশ উর্বর।আমরা এটিকে কাজে লাগিয়ে সকল র‍্যাব সদস্যদের সাথে নিয়ে ফাঁকা পরিত্যক্ত জায়গায় বরবটি আম্রপলি আম,শশা, পদিনা পাতা, পুই শাঁক বাতাবি লেবু ছাড়াও নানা রকমেরফলজ ও বনজ গাছ রোপন করেছি। অপর দিকে র‍্যাব১৩ এর উপ অধিনায়ক মইদুল ইসলাম বলেন, অবসরে আমাদের এই র‍্যাব ক্যাম্পে মেতে উঠি এইমিনি চিড়িখানায়। সেখানে রয়েছে নানা জাতের কবুতর রয়েছে চিনা হাস, পাতি হাস, এছাড়াও রয়েছে ভেড়ার পাল। আমরাই এর দেখাশুনা করি যে যখন সময় পাই। তাই আমার অনুরোধ আপনিও আপনার ফাঁকা পরিত্যক্ত জায়গা ফাঁকা না রেখে শাঁক সবজির বাগান করুন এতে করে অনেক উপকার হবে সকলেরই। অন্যদিকে কথা হয় র‍্যাব ১৩ রংপুরের সহকারি পরিচালক মিডিয়াব্যক্তিত্ব ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর সাথে তিনি জানান এসবের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন প্রজাতির পাখি পালন করি। এছাড়া হাসও আছে এখানে।এগুলোই আমাদের অবসরের সঙ্গী। আর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়। র‍্যাব ১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম আরো জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার বিষয়ের ধারণাটি পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের সবুজ বিপ্লবের ডাক থেকে। আমরাও আমাদেরএই ক্ষুদ্রতম জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি মাত্র। তিনি আরো বলেন বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী।এ সংকট থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন। এই ফসলি উঠোনে নানা ধরনের ফসলের আবাদ তারই ছোট একটি দৃষ্টান্ত।

    আরও খবর

    Sponsered content