• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, আটক ৩

      ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৩ , ১:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়ায় নাকের পলিপাসের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইশতিয়াক আহমেদ ইকরাম (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৯মার্চ) সকালে শহরের আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর পরই তালা ঝুলিয়ে গাঁ ঢাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
    সে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ও পৌর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ইশতিয়াককে নাকের পলিপাস অপারেশনের জন্য আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এরপর বিকাল ৩টার দিকে ডা. রাফিউল আলম ও ফৌজিয়া মমতাজ সুপ্তীর তত্ত্বাবধানে তার নাকের পলিপাস অপারেশন করা হয়। এরপর তাকে অচেতন অবস্থায় তাকে বেডে দেওয়া হয়। দীর্ঘক্ষণেও ইকরামের জ্ঞান না ফেরায় শহরের আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার সকালে অচেতন অবস্থায় সে মারা যায়।
    এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু মিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
    ইশতিয়াকের চাচা অ্যাডভোকেট শামছুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অপারেশন করেছেন ডা. রাফিউল আলম। কিন্তু রাফিউল জানিয়েছেন তিনি অপারেশন করেননি। ইশতিয়াকের সঠিক চিকিৎসা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মানিক বলেন, হাসপাতালে কোনো ভুল চিকিৎসা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পেয়েছি। এ ঘটনায় হাসপাতালের মালিকের ভাই এমদাদুল বশির জয়, হাসপাতালের স্টাফ নাজমুল হক ও আরিফুল ইসলাম নামের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content