• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশে আই জি পি

      এম ডি বাবুল সি:বিশেষ প্রতিনিধি: ২১ মার্চ ২০২৩ , ৫:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রাম জেলা পুলিশের বার্ষিক পুলিশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’-পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত ২০/০৩/২০২৩ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সম্মানিত সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম।
    বৃষ্টিস্নাত বিকাল ০৪.৩০ টায় মোটরকেড শোভাযাত্রা বেষ্টিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে প্রবেশ করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়। সম্মানিত প্রধান অতিথিকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম. শফিউল্লাহ্ বিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল আইজিপি মহোদয়কে `গার্ড অব অনার’ প্রদান করেন। অতঃপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়।
    প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি মহোদয় বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।
    তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের মধ্য দিয়ে সকলের সহযোগিতায় আমরা দেশে জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি।
    পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আমরা ভালো কাজ করেছি, এজন্য আত্মতুষ্ঠীতে ভুগলে হবে না; আগামীতে আরো ভালো কাজ করতে হবে। বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াতে হবে।
    আইজিপি মহোদয় বলেন, অসহায় মানুষ সেবা পেতে থানায় আসে। থানায় আসা মানুষ যেন তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা পায় সেজন্য সকল পুলিশ সদস্যকে সচেষ্টা থাকতে হবে।
    পুলিশ প্রধান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি পুলিশি সহায়তা পেতে ৯৯৯ এ কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
    পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩-এর কেক কাটেন তিনি।
    সন্ধ্যা ০৭:৩০ টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন শুরু হয়। বরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সব গান, নৃত্য ও কৌতুকের পরিবেশনায় মোহিত হন উপস্থিত সবাই। অতঃপর অতিথিবৃন্দকে সাথে নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়।

    চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম-১২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. বি. এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
    অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পদবির পুলিশ সদস্য ও পুলিশ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content