• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    ঝালকাঠিতে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ১০:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ

    এম এ আজিজ, ঝালকাঠি প্রতিনিধিঃ

    বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস এ রেড ক্রিসেন্ট আন্দোলন জনক জীন হেনরী ডুনান্টের ১৯৫ তম জন্ম বার্ষিকী অত্র ৮ মে, সোমবার ঝালকাঠিতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

    “এবছরের প্রতিপাদ্য বিষয় Everything we come fromtheheart”ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সকাল ৮:০০ মিনিট যুব সদস্য/ সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৮: ৩০ মিনিট ঝালকাঠি ইউনিট এক্সিকিউটিভ কমিটির সকল সদস্য, আজীবন ও বাৎসরিক সদস্য, যুব সদস্য, মুক্ত দল, শিক্ষা প্রতিষ্ঠানের যুব সদস্য এবং ভারপ্রাপ্ত শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৮:৫০ মি: ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯:০০ মি: ইউনিট চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়। শান্তি র‍্যালীটি ইউনিট চক্তর হতে বের হয়ে বিভিন্ন সড়ক হয়ে ইউনিট কার্যালয় শেষ হয়।

    অতঃপর বেলা ১০:০০ মি: ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ইউনিট চত্বর/কার্যালয় ৮ মে উপলক্ষে এক আলোচনা সভা শুরু হয়। যুব প্রধান সাথী আক্তার, উপ যুব প্রধান নাঈম খাঁন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন যুব সদস্য ফেরদৌসি জাহান মিম ও রাজু হাওলাদার। এছাড়া বক্তব্য রাখেন সর্ব জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন পান্না, সেক্রেটারী ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট, কার্যনির্বাহী সদস্য, প্রফেসর ডঃ অসীম কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আনু, ইউ এল ও সহকারী পরিচালক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ইকবাল মাসুদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বক্তারা মহামতি জিন হেনরি ডুনান্টকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content