• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মাটিরাঙ্গায় ভুমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

      এ এম ফাহাদ, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। ২১ মার্চ ২০২৩ , ১:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ

    মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী।সোমবার ২০মার্চ, সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে নির্বাহী অফিসার বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়, সারাদেশে ৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ ৩৯ হাজার ৩শত ৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে। মাটিরাঙ্গা উপজেলায় এ প্রকল্পের আওতায় মোট ৪শত ৬৯ টি ভূমিহীন গৃহহীন পরিবার কে গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ২শত ১৯ টি ৩য় পর্যায়ে ২শত ৫০ টি গৃহ জমিসহ হস্তান্তর করা হয়।

    আগামীকাল ২২ মার্চ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর মাটিরাঙ্গা উপজেলায় ১৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। এ প্রেক্ষিতে ৪র্থ পর্যায়ে আগামী ২২মার্চ জমিসহ ১৫০ টি গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হবে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌর এলাকায় ২৭ টি, আমতলী ৯টি, মাটিরাঙ্গা সদরে ২১ টি, বেলছড়ি ১৯ টি, গোমতী ১৬ টি,বড়নালে ১৭ টি, তবলছড়ি ১৯ টি, তাইন্দং ২১ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নে এ উপহার পাবেন।

    আরও খবর

    Sponsered content