• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    শেষ মুহুর্তে ঈদ কেনাকাটায় শেরপুরের বাজার গুলোতে উপচে পড়া ভিড়

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৯:৩৯:৫৯ প্রিন্ট সংস্করণ

    আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধি শেরপুরঃ

    পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে শেরপুরের বাজার গুলোতে ঈদ সামগ্রী কেনা-বেচায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।রমজানের অর্ধেক যেতেই শেরপুর জেলায় শুরু হয়েছে ঈদ কেনাকাটা।কিন্তু শেষ মুহুর্তে বিভিন্ন কমস্থল ছেড়ে শেরপুর এসেছেন অনেকেই বাড়ী ফিরেই প্রিয়জনদের জন্য শুরু করেছেন ঈদের উপহার ক্রয় করা,যার ফলে জেলার সবাই বাজারেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়।ব্যবসাহীদের বিক্রয়ও হচ্ছে আশানুরুপ।শেরপুর জেলার অন্যতম বাজার উপজেলা শহর নালিতাবাড়ী বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে বাজারের কানায় কানায় পুর্ন হয়ে আছে ক্রেতা-বিক্রেতায়।বড় বড় দোকান গুলোর পাশাপাশি ফুটপাতের দোকান গুলোতেও দেখা যায় ক্রেতাদের ভিড়।শেষ মুহুর্তে যে যার মতো করে কিনে নিচ্ছেন ঈদ-সামগ্রী।পোশাকের দোকান গুলোতে সবচেয়ে বেশী লোকসমাগম দেখা যায়।শাড়ি,লুঙ্গি,শার্ট,প্যান,পান্জাবি,টুপি,জামা,পায়জামা,ওরনা,থ্রিপিস,থান কাপর সহ বিভিন্ন কাপড় ক্রয় করছেন ক্রেতারা।এদিগে শেরপুর জেলা শহরের অবস্থাও একই বলে জানা যায় দৈনিক দেশের কন্ঠ ও প্রতিদিনের বাংলাদেশের শেরপুর জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগের কাছ থেকে।

    আরও খবর

    Sponsered content