• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • অর্থনীতি

    মানিকছড়িতে সমবায় অধিদপ্তর কর্তৃক ৫ দিনের টেইলারিং প্রশিক্ষণ সম্পন্ন

      এম.জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি- ২৪ মার্চ ২০২৩ , ১০:২৭:২০ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন দি মারমা ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের কার্যালয়ে আইজিএ টেইলারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী মূল্যায়নের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

    ২৩ মার্চ-২০২৩ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলার মানিকছড়ি উপজেলায় দি মারমা ক্রেডিট কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের কার্যালয়ে মানিকছড়ি উপজেলার সমবায় সমিতির সদস্যদের নিয়ে আইজিএ টেইলারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে।

    মানিকছড়ি উপজেলার উপজেলা সমবায় অফিসার, মো. আইউবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার, আশীষ কুমার দাশ। খাগড়াছড়ি জেলা সমবায় অফিসের প্রশিক্ষক, মো. বেলাল হোসাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক, মো. আবুল কাশেম, সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষক, চম্পা মারমা ও রুমি বড়ুয়া, প্রশিক্ষানার্থী, হলাপাই মারমা প্রমুখ।

    এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী, সুইচিংপ্রু মারমা, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্তবর্ন্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য, এম. জুলফিকার আলী ভূট্টো, অংগ্য মারমা, আরেশে মারমা, ক্যওপ্রুসাই মারমা।

    বিগত ১৯ মার্চ-২০২৩ খ্রি. তারিখ থেকে ২৩ মার্চ-২০২৩ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কোর্সে সমবায় কি এবং কেন, আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা, সেলাই মেশিন সম্পর্কে ধারণা, সেলাই কাজের নিরাপত্তা ও সতর্কতা এবং পোশাক তৈরীতে বিভিন্ন বিষয় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় জেলার মানিকছড়ি উপজেলার অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লি, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, তিনট্যহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি ও ফকিরনালা মহিলা সমবায় সমিতি লিমিটেডের ৫টি সমবায় সমিতির ৫ জন করে ২৫ জন প্রশিক্ষানার্থী এই প্রশিক্ষণে কোর্সে অংশগ্রহণ করেন।

    মানিকছড়ি উপজেলার সমবায় সমিতির সদস্যদের নিয়ে আইজিএ টেইলারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অধিদপ্তর কর্তৃক ৫ দিনের টেইলারিং প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্ভী হতে পারেন। সকল প্রশিক্ষানার্থী প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পারিবারিক ভাবে সফলতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সকল প্রশিক্ষানার্থীদের মাঝে প্রশিক্ষণের ভাতা প্রদান করা হয় ।

    আরও খবর

    Sponsered content