• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

      ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি: ২৫ মার্চ ২০২৩ , ৮:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে (২৫ লা মার্চ) শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি গণমান্য ব্যক্তিবর্গ নারী পুরুষ ও স্থানীয় সর্বসাধারণ এবং উপজেলার প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।

    গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।

    প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বক্তব্য বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি জান্তারা এদেশের বুদ্ধিজীবি, কৃষক – শ্রমিক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্রসহ বিভিন্ন ব্যক্তির উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বাংলাদেশকে মানচিত্র থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের সে আশা পূর্ণ হয়নি। আজ সেই ২৫ মার্চ ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন করছে বাঙালী জাতি। এ ছাড়া ২৫ মার্চ রাতে ১মিনিট সারা দেশে সকল আলো বন্ধ রেখে নিরবতা পালনের নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যে গোসাইরহাট সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল আলোক সজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এই দিনটি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষনা করা হয়।

     

    আরও খবর

    Sponsered content