• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

      মোঃ আঃ রহিম জয় সিনিয়র স্টাফ রিপোর্টার ৩ মার্চ ২০২৩ , ৬:২১:৫৮ প্রিন্ট সংস্করণ

    কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দোহা যাচ্ছেন।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন।

    সেহেলি সাবরিন বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ওই সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।

    কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দোহা যাচ্ছেন।

    আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন।

    সেহেলি সাবরিন বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল ওই সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।

    এই সম্মেলনে ২০২২-৩১ পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে এবং ১০ বছর পর আবার এ সম্মেলন হবে বলে ফরিদা ইয়াসমিন জানান।

    ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছি এবং আমাদের মসৃণ ও টেকসই উত্তরণের জন্য কোভিডসহ অন্য যে চ্যালেঞ্জগুলোর বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, সেগুলোর বিষয় আমাদের বক্তব্যে উল্লেখ থাকবে।’

    আরও খবর

    Sponsered content