• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রংপুর

    নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৪:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোঃমোরশেদ হাসান লালু, কুড়িগ্রাম প্রতিনিধি

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

    এরই ধারাবাহিকতায় আজ ২০ আগস্ট ২০২৩ তারিখ সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে সকাল ০৮:০০ ঘটিকায় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্যারেড শেষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও নাগেশ্বরী থানার কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম.কে. এম. ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাব এসএম হাসান ইস্রাফিল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
    পুলিশি দায়িত্ব পালনে জুলাই/২০২৩ মাসে কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভালো অবদান রাখায় মোট ১৭ টি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়, পুরষ্কার প্রাপ্তরা হলেন, বিশেষ পুরষ্কার হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল জনাব মোঃ আয়নাল হক, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে পুলিশ লাইন্সে কর্মরত নারী কনস্টেবল জনাব মোছাঃ নাজমা খাতুন, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে রাজিবপুর থানায় কর্মরত কনস্টেবল জনাব মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম থানায় কর্মরত মোঃ রফিকুল ইসলাম ও পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল জনাব মোঃ শহিদুল ইসলাম, বিশেষ পুরষ্কার হিসেবে জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই নিরস্ত্র জনাব মোঃ আহসান সোহেল সৌরভ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট জনাব মোঃ সুজন রেজা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে উলিপুর থানায় কর্মরত এএসআই নিরস্ত্র জনাব মোঃ আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে রৌমারী থানায় কর্মরত এএসআই নিরস্ত্র জনাব মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ থানা হিসেবে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ হোসেন এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী।

    কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উস্কানী, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোরতার দিকনির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content