• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    জুড়ীতে কাতার প্রবাসীর স্ত্রীকে হুমকি এক বখাটের বিরুদ্ধে থানায় জিডি

      বিশেষ প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ১২:০৩:০৬ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজারের জুড়ীর পশ্চিম ভবানীপুর গ্রামের নানা অপকর্মের হোতা আবুল কাশেম( ২৮) নামের এক বখাটের হুমকিতে কাতার প্রবাসী রিপন আহমেদের স্ত্রী ও তার পরিবারকে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

    জুড়ী থানায় জিডি ভুক্তভোগী সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের কাতার প্রবাসী রিপন আহমদের স্ত্রী মোছাঃ ফরিদা বেগমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে প্রবাসীর স্ত্রী ফরিদা জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পশ্চিম ভবানীপুর গ্রামের কাতার প্রবাসী রিপন আহমেদের স্ত্রী মোছাঃ ফরিদা বেগম জানান বিবাদী আবুল কাশেম পরিবেশের অনুমতি ছাড়া আমার বসত ঘরের নিকটে পরিকল্পনা ছাড়া একটি বয়লার মোরগের খামার গড়ে তোলেন এ খামারে প্রায় ৩ হাজারের অধিক মোরগ রয়েছে। এ মোরগের ময়লা( বিট) আমার ঘরের সামনে খোলা আকাশে নিচে করায় আমার ঘর সহ বেশ কয়েকটি পরিবার সদস্য কোমলমতি শিশুরা ফার্মের ময়লার গন্ধে অতিষ্ঠ।
    অভিযোগ করায় আবুল কাশেম আমার নিজ বাড়ির সামনে এসে বলেন লেয়ার মুরগির খামারের বিষয়ে কোন কথা বললে যে কোন মামলায় ঢুকিয়ে দেবো।

    এলাকার বেশ কয়েকজন জানান আবুল কাশেমের বিরুদ্ধে এলাকায় তার এক বোনের মেয়েকে কৌশলে শারীরিক ভাবে নির্যাতন করে পরে বিয়ে ও করে। এছাড়া তার বিরুদ্ধে নানা অপকর্ম রয়েছে এলাকায়।
    কাতার প্রবাসী রিপন আহমেদের স্ত্রী সহ এলাকার বেশ কয়েকজন আবুল কাশেমের মুরগের ফার্মের দুগন্ধের বিরুদ্ধে পরিবেশে অভিযোগ করায় চরম বেকায়দায় পড়েছেন প্রবাসী রিপনের পুরুষ বিহীন পরিবারটি। কাশেম যে ফার্মের বিরুদ্ধে কথা বলবে জানিয়ে দিয়েছে তাকে মামলার ডুকিয়ে দেওয়া হবে। প্রবাসীর পরিবারটি অভিযোগ করায় এখন শুধু ইজ্জত হানির বাকি রয়েছে।

    জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, মুঠোফোন জানান বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content