• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    নড়াইলে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ৩ ভাইকে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ

      মো:আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার: ৩০ মার্চ ২০২৩ , ৭:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গোন্ডোব গ্রামে (২৮ মার্চ) মঙ্গলবার সকালে মো:আশিক শেখ নিজেদের জমিতে পানির সেচ দিতে গেলে জিন্নাহ শরিফের পক্ষের লোকজন হামলার চেষ্টা করে এসময়,

    গ্রামের লোকজন তাদের মারামারি করতে নিষেধ করে যার যার মত বাড়িতে পাঠিয়ে দেন। তারই জের ধরে আজ (২৯ মার্চ) বুধবার সকাল ১০ ঘটিকার সময় আবারও নিজেদের জমিতে পানি’র সেচ দিতে গেলে আগেই ওৎ পেতে থেকে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের হত্যা চেষ্টা’র উদ্দেশে হামলা করে জিন্নাহ শরিফের বাহিনী। আহত মো:আশিক শেখ,ভাই মো:ইমন শেখ ও চাচাতো ভাই শিমুল শেখ সাংবাদিকদের অভিযোগ করে বলেন,গত কাল আমরা জমিতে সেচ দিতে গেলে হামলাকারী’রা আমাদের উপরে হামলা করতে চেষ্টা করলে স্থানীয় গ্রামের লোকজন তাদের বাড়িতে পাঠিয়ে দেন। তারই ধারাবাহীকতায় আজ সকালে আমরা নিজেদের জমিতে পানি দিতে গেলে,জলিল শরিফের ছেলে জিন্নাহ শরিফ হুকুম দিয়ে বলে কুত্তার বাচ্চাদের শেষ করেদে,এসময় দোলাল শরিফের ছেলে রিফাত শরিফ (১৮),সাগর শরিফের ছেলে ইমরুল শরিফ (৪৫),সাগর শরিফের ছেলে রজিবুল শরিফ (৪০),সোনা শরিফের ছেলে সাগর শরিফ (৬৫),দোলাল শরিফ (৫০) খালেক শরিফের ছেলে জুয়েল শরিফ (৫০),জুয়েল শরিফের ছেলে শিহাব শরিফ (১৮) সহ আরো ৭-৮ জন মিলে অকৈবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র রাম-দা,ছ্যান-দা,হাইসো,কুরাল,লোহার রড,বাসের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে যক্ষম করে। এসময় আমাদের আন্তচিৎকারে স্থানীয়’রা এগিয়ে আমলে হামরাকারী’রা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়’রা আমাদের গ্রুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

    এসময় হামলার শিকার গোন্ডোব গ্রামের মো:মন্নু শেখ এর ছেলে মো:আশিক শেখ (২৫) ভাই মো:ইমন শেখ (২২) ও চাচাতো ভাই শিমুল শেখ (৪৪) পিতা-টুকু শেখ গ্রুতর আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে পাওয়া যায় নাই।

    এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন এর সাথে কথা হলে তিনি বলেন মামলার প্রস্তুতি চলছে।

     

    আরও খবর

    Sponsered content