• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বাংলাদেশ রায় ঘাটুয়ার সমাজ মহা সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত

      অজিত দাস,ব্যুরো সিলেট বিভাগীয় প্রতিনিধি : ২ এপ্রিল ২০২৩ , ৩:০১:১৬ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ধামাই চা বাগানে বাংলাদেশের রায় ঘাটুয়ার সমাজ মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাবু সমরেন্দ্র রায় (বাবুল)এর সভাপতিত্বে, ননিবাবু রায় ঘাটুয়ার এর সঞ্চালনায় গীতা পাঠের মধ্যে শুরু হয় উক্ত অনুষ্ঠিত গীতা পাঠ করেন পরবিন্দু রায় তিলকপুর চা বাগান সপথ গ্রহন করেন সুশান্ত রায় ঘাটুয়ার ধামাই চা বাগান হলক নামা পাঠ করেন ননি বাবু রায় ঘাটুয়ার সেনারুপা চা বাগান। উক্ত অনুস্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রায় ঘাটুয়ার সমাজের বাবু শ্রী শ্যাম সুন্দর রায় ঘাটুয়ার কেন্দ্রিয় সভাপতি চাঁনপুর চা বাগান ,লস্করপুর ভ্যালী, মানিক রায় ঘাটুয়ার সহ সভাপতি তিলকপুর চা বাগান মনু ধলাই ভ্যালী,প্রকাশ রায় ঘাটুয়ার সাধারণ সম্পাদক চন্ডীছড়া চা বাগান লস্করপুর ভ্যালী,অরুন রায় ঘাটুয়ার সহ সাধারণ সম্পাদক দেওরাচড়া চা বাগান বালীশিরা ভ্যালী,সাধন রায় ঘাটুয়ার কোষাধ্যক্ষ ৪৪ পাট্টা, মনু ধলাই ভ্যালী,পঞ্চম রায় ঘাটুয়ার সহ কোষাধ্যক্ষ রশিদপুর চা বাগান বালীশিরা ভ্যালী,সুর্য্যকুমার রায় ঘাটুয়ার সাংগঠনিক সম্পাদক দেওন্দী চা বাগান লস্করপুর ভ্যালী,সহ সাংগঠনিক সম্পাদক ছোটবাবু রায় ঘাটুয়ার মির্জাপুর চা বাগান বালীশিরা ভ্যালী,মতি রায় ঘাটুয়ার আইন বিষয়ক সম্পাদক নিউ সমনবাগ চা বাগান জুড়ী ভ্যালী,অজিত রায় ঘাটুয়ার সহ আইন বিষয়ক সম্পাদক করিমপুর চা বাগান লংলা ভ্যালী, ভুটু রায় ঘাটুয়ার প্রচার সম্পাদক দলই চা বাগান, দলই ভ্যালী,সমর রায় ঘাটুয়ার

    সহ প্রচার সম্পাদক তারাপুর চা বাগান সিলেট ভ্যালী,গৌরাঙ্গ রায় ঘাটুয়ার রাজনগর চা বাগান, লংলা ভ্যালী। বক্তারা বলেন আমাদের কে শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে, প্রত্যেক ভ্যালীতে সংগঠনে চার থেকে পাঁচজন করে যুবক রাখতে হবে তাহলে আমাদের সমাজ আরো গতিশীল হয়ে উঠবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , প্রদিপ রায় ঘাটুয়ার রাজনগর চা বাগান, সন্তোষ রায় ঘাটুয়ার মির্জাপুর চা বাগান, অমৃত রায় ঘাটুয়ার তিলকপুর চা বাগান,বাবু কাঞ্চন রায় ঘাটুয়ার পালকিচড়া চা বাগান, তাপশ রায় ঘাটুয়ার বেগমখান চা বাগান, সঞ্জয় রায় ঘাটুয়ার সিলেট ভ্যালী, শ্রী পুর চা বাগান, বিশ্বজিৎ রায় ঘাটুয়ার তিলকপুর চা বাগান, মনোরঞ্জন রায় ঘাটুয়ার ধামাই চা বাগান, দিলিপ রায় ঘাটুয়ার করিমপুর চা বাগান, মিতালী রায় ঘাটুয়ার কালাচড়া চা বাগান, শানু রায় ঘাটুয়ার সমনবাগ চা বাগান, ও আরো অনেক গন্য মান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

    Sponsered content