• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    পঞ্চগড়ে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ 

      মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি। ৩ এপ্রিল ২০২৩ , ১:১১:০৭ প্রিন্ট সংস্করণ

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আদালতের রায় অমান্য করে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। তেঁতুলিয়া উপজেলার গোয়াবাড়ী,রণচন্ডি  গ্রামের আদালত কতৃক দখল করে দেওয়া আনসার আলীর  জমি দখল করে নেওয়ার অভিযোগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের বিরুদ্ধে। আদালত নির্দেশে জারি করলেও তা মানছেনা জবর দখলকারীরা,অভিযোগ অসহায় মোঃ আনছার আলীর (৫৫)।অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সরকারী পাড়া মৌজার এসএ ৪৬নং খতিয়ানের বাদী মোঃ আনছার আলী(৫৫) পিতা মৃত সোহরাব আলী দলিলমুলে প্রাপ্ত হইয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল থাকা অবস্থায় ৫২৫নং খারিজ খতিয়ান সৃজন করতঃ নিজ নামে জমাজমি আরএস মাঠ পর্চা নং-২২২, আএস দাগ নং-৬৪৩ অর্ন্তভুক্ত করেন। বর্ণিত জমাজমি বিবাদী ১। মো. আব্দুল মালেক (৭০), পিতা-মৃত-হোসেন আলী, ২। মো. নাজমুল হক (৩০), পিতা-মো. নুর ইসলাম,৩। মো. সাদেক বাচ্চু(৫৫),পিতা-মৃত-ইনতাজ আলী, ৪। মো. খলিল (৫৫), ৫। মো. আ. জলিল (৬০), ৬। মো. আব্দুল (৫৮), সর্ব পিতা-মো. আ. খালেক, ৭। মো.নুর ইসলাম (৬০),পিতা-মৃত-কাশেম আলী, ৮। মো. মোস্তফা (৫০), ৯। মো. ফরহাদ হোসেন (৪০), ১০। মো. ফারুক (৩০), ১১। মো. আব্দুর রহমান (৩২), সর্ব পিতা-মো. আ.মালেক, ১২। মো. অন্তর (২৫), পিতা-মো. সাদেক বাচ্চু, ১৩। মো. মতিয়ার রহমান (৫৫), পিতা-মো. হাবু, ১৪ । মোছা. নাজমা (৫৫), স্বামী-মো. নুর ইসলাম, ১৫। মোছা. হাসনা (৫০), স্বামী-মো. সাদেক বাচ্চু,১৬।মোছা.লিপি আক্তার (৩০), পিতা-মো. আ. রহমান, ১৭। মোছা. রওশনারা (৬৫), স্বামী-মো. আ. মালেক, ১৮ । মোছা. ফাতেমা (৬৭), স্বামী-মো. আ. মালেক, ১৯। মোছা. আছিয়া (৫০), স্বামী-মো. খলিল, ২০। মোছা. আকিমন (৬৮),স্বামী-মো.আ.মালেক,২১।মোছা.

    আকলিমা(৫৫),স্বামী-মো.মোস্তফা,সর্বসাং-রণচন্ডি,ডাকঘর-তেঁতুলিয়া, উপজেলা-তেঁতুলিযা, জেলা- পঞ্চগড়। বিবাদীগণ অন্যায় লোভের বশবর্তী হইয়া তাহাদের দখলে নেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইলে, মোঃ আনছার আলী বাদী হইয়া ১২৫/০৮নং মামলা বিবাদীগণের বিরুদ্ধে আনয়ন করে এবং মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক কাগজপত্র পর্যালোচনা করিয়া বাদীগণের স্বপক্ষে রায় ঘোষণা করে। পরবর্তীতে বিবাদী আব্দুল মালেক ১২০/১৮ অন্য আপিল মামলা আনয়ন করিলে, উক্ত মামলার বিপরীতেও বাদীগণ ডিক্রী প্রাপ্ত হয়। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ সহকারী জজ আদালত, তেঁতুলিয়া, পঞ্চগড় কর্তৃক সরেজমিনে তফসীল বর্ণিত জমিতে আসিয়া বাদীগণকে জমির দখল বুঝাইয়া দেন এবং ঢাক-ঢোল পিঠাইয়া, জমির চর্তুপার্শ্বে লাল নিশান (ঝান্টা) ও খুটি লাগাইয়া দেয়। বাদীগণ তদ্‌পরবর্তী সময় হইতে ভোগদখল করে আসিতেছিল। গত ২৬ শে মার্চ ২০২৩ইং তারিখে আদালতের রায় অমান্য করে আনুমানিক সকাল ১০টার সময় বিবাদীগন হাতে লাঠি-সোটা, দা, বল্লম, লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া তফসীল বর্ণিত জমিতে অনধিকার অনুপ্রবেশ করে এবং জমির লাল নিশানা ও খুঁটি উপড়াইয়া ফেলিয়া জমাজমির বাউন্ডারী ঘেরাও ভাঙ্গিয়া বিবাদীগণের বাড়ীতে লইয়া যায় এবং জমি জবর দখল করার প্রচেষ্টা চালায়। বাদীগণ বিবাদীগণের এহেন কর্মকান্ডে হতভম্ব হইয়া যায়।এমতাবস্থায় বাদীগণ-বিবাদীগণের সহিত ঝগড়া বিবাদে না জড়াইয়া,সুষ্ঠু আইনগত প্রতিকার কামনার্থে তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে। এদিকে বিবাদী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক বলেন ওই জমিটা আমার দখলে ছিল এক মামলায় বাদী মোঃ আনছার আলী ডিক্রী পায়। তখন বাদীগণ জমিটা দখলে নেয়। আমি আবার হাইকোর্টে আপিল করি।এর প্রেক্ষিতে হাইকোর্টের স্টে অর্ডার পেয়েছি। আমি আমার জমি দখল নিয়ে নিছি।এবিষয়ে তেতুলিয়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ ওমর ফারুক বলেন, ওখানে একটি মেশিন ঘর তুলছে। আমি বলেছি আদালত থেকে নিষ্পত্তি করে নিয়েন।

    আরও খবর

    Sponsered content