• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চাকরি-বাকরি

    বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষককে বহিষ্কার

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৩ , ৩:১৫:৩২ প্রিন্ট সংস্করণ

    মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

    ফরিদপুরের বোয়ালমারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পৌরসদরে অবস্থিত ‘বোয়ালমারী জর্জ একাডেমী’ নামের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা একাধিকবার কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়া, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেংকারিসহ বিভিন্ন অভিযোগে গত ৩০ আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান স্বাক্ষরিত বরখাস্ত পত্র সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেংকারি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, কমিটির শিক্ষকগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা, কোন প্রকার আর্থিক হিসাব না দেয়া, ছুটি ছাড়া বিদ্যালয় ত্যাগ করা ও স্বেচ্ছাচারিতার অপরাধে চাকুরি বিধিমালা ১৯৭৯ এর ৩৮ (চ) ধারামতে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। ওই পত্রে আরো উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তের সাত দিনের মধ্যে কেন চূড়ান্ত বরখাস্ত করা হবে না তা প্রধান শিক্ষককে লিখিতভাবে জানাতে হবে।

    এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেংকারি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইকবাল হোসেন বলেন, প্রধান শিক্ষক আয়-ব্যয়ের হিসাব দেন না, কমিটির সভা ডাকতে বললেও ডাকেন না। এজন্য বিভিন্ন অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক বিভিন্ন শ্রেণিতে গিয়ে গিয়ে তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন করতে বলেছেন।

    জানতে চাইলে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আজ বিকেলে এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি। পরে খোঁজ খবর নেব।
    এদিকে প্রধান শিক্ষক মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে তাকে বিধিবহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন।

     

    আরও খবর

    Sponsered content