• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ি জেলা বিএন‌পির দুইদিনের সড়ক অবরোধের হুঁশিয়ারি

      এ কে আজাদ, বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ ৭ এপ্রিল ২০২৩ , ১০:৫৮:১৮ প্রিন্ট সংস্করণ

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল বানচাল করা হলে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

    তিনি যে কোন মূল্যে ইফতার মাহফিল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারি দল ও প্রশাসনকে তার দায়ভার নিতে হবে।

    শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে খাগড়াছড়িস্থ নিজ বাসভবন আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন হুমকি দিয়ে বলেন, পূর্ব নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে শহরের চারটি স্থানে অনুমতি চাই জেলা বিএনপি। কিন্তু প্রশাসনের অনুমতি মিলেনি। বরং জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের কথা বলে আবেদন করার পরও তাদের অনুমতি দেওয়া হয়েছে।

    জেলা বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে ব্যক্তি মালিকাধীন জমি বেছে নেয়া হলেও এখন তা পণ্ড করতে ক্ষমতাসীন দলের ইশারায় প্রশাসন পায়তারা করছে। ইফতার ও দোয়া মাহফিল বানচাল করতে প্রশাসন দলীয় নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করছে।

    শুক্রবার ভোর রাতে পুলিশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পদক ইব্রাহিম খলিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে।

    প্রশাসনের এমন পক্ষপাতিত্বমূলক আচারণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। ইফতার একটি ধর্মীয় অনুষ্ঠান, এটা কোন রাজনৈতিক কর্মসূচী নয়।

    সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, বেলাল হোসেন, মংসাথোয়াই চৌধুরী, কংচাইরী মারমাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    প্রসঙ্গত, খাগড়াছড়িতে আগামীকাল ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও চট্টগ্রামের বিভাগের ১৫ টি সাংগঠনিক জেলাসহ টেকনাফ থেকে দাউদকান্দি পর্যন্ত বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী অংশ নেওয়ার কথা রয়েছে।

     

    আরও খবর

    Sponsered content