• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    আবদুল হামিদ বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্ব

      প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৭:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলাদেশে বাংলা ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃত আবদুল হামিদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী আবদুল হামিদ খেলেছেন, খেলা পরিচালনা করেছেন। হয়েছেন ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক। সব ছাপিয়ে জনপ্রিয় ছিলেন ক্রীড়া ভাষ্যকার হিসেবে ক্রীড়ানুরাগী এই ব্যক্তিত্বের জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৩৫ খ্রি. আর মৃত্যু ০৪ আগস্ট.২০১২ খ্রি. সালে।

    আব্দুল হামিদের জন্ম ভারতের নদীয়া জেলার নবদ্বীপে।তার পিতা আবদুর রব এবং মাতা মোসাম্মৎ বেলেজান বিবি। বর্ধমান টাউন স্কুলে তাঁর শিক্ষা জীবন এবং খেলোয়াড়ি জীবনের শুরু। ফুটবল, হকি, অ্যাথলেটিকস এবং ক্রিকেট খেলতেন তিনি। দেশ ভাগের পর ১৯৫১ সালে আবদুল হামিদের পরিবার ঢাকায় চলে আসে, ঠাঁই হয় ঢাকার গেন্ডারিয়ায়।

    ১৯৬৩ সালের ৪ আগস্ট এদেশে প্রথম বারের মতো তার কণ্ঠে বাংলায় ধারা বিবরণী সম্প্রচার করা হয়। টেলিভিশনে ধারা বিবরণী শুরু করেন ১৯৬৬ সালে। ১৯৭০ সালের ১৯ ডিসেম্বর বিদেশের মাটি থেকে প্রথম বাংলায় ধারা বিবরণী দেন। টেলিভিশন ও রেডিওর সংবাদ পাঠক আবদুল হামিদ তিন নভোচারী ঢাকায় এলে টেলিভিশনে সেই দৃশ্যের ধারা বিবরণী দেন।

    এদেশের ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রদুত। দৈনিক জেহাদ, দৈনিক আজাদ, দৈনিক ইনকিলাব পত্রিকায় নিয়মিত স্পোর্টস কলাম লিখতেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক আমাদের সময় পত্রিকার ক্রীড়া বিভাগের প্রধান ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হিসেবে ১৯৬০ সালে যোগ দিয়ে ২৭ বছর চাকরি করার পর আল বারাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে অবসরে যান।

    ১৯৭২ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির প্রথম সভাপতি ছিলেন। বাংলায় ধারা বিবরণীতে বাংলা নামে তার একটি গ্রন্থ ১৯৯৮ সালে প্রকাশিত হয়। ১৯৭৮ সালে বেতার ব্যক্তিত্ব সম্মাননা লাভ, ১৯৭৯ সালে ভলিবলে জাতীয় ক্রীড়া পুরস্কার, ১৯৮৫ সালে কাজী মাহবুব উল্লাহ ও জেবুন্নেসা স্বর্ণপদক এবং ২০০৩ সালে ক্রীড়া সাংবাদিকতায় একুশে পদক পান আবদুল হামিদ। বাংলাদেশে ক্রীড়াঙ্গনের এই সব্যসাচী ক্রীড়া ব্যক্তিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

    আরও খবর

    Sponsered content