• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • পাঁচমিশালি

    বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি সুজন গ্রেফতার

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:৫২:২১ প্রিন্ট সংস্করণ

    বিশ্বনাথ প্রতিনিধি :

    সিলেট আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, একাধিক ডাকাতি মামলার ফেরারি আসামি দুর্ধর্ষ মো. সুজন আহমদ ওরফে সেবুলকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।গ্রেফতার সুজন উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী গাঁও গ্রামের হাসান খান ওরফে হুসন খাঁ’র ছেলে। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কুখ্যাত এই ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জনায়, গ্রেফতার মো. সুজন আহমদ ওরফে সেবুল একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও জগন্নাথপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও সে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পরোয়ানাভূক্ত আসামি। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল একজন ভয়ংকর ডাকাত। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content