• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    অভয়নগরে মাদক ব্যবসায়ী কর্তৃক স্ত্রীকে অমানবিক নির্যাতন, অতঃপর আদালতে মামলা

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ২:২৯:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:-

    যশোরের অভয়নগরে এক আলোচিত মাদক ব্যবসায়ী কর্তৃক স্ত্রীকে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন করার অভিযোগে বিজ্ঞ আদালতে নারী ও শিশু দমন আইনে একটি মামলা হয়েছে। গত ১৮ এপ্রিল মঙ্গলবার স্ত্রী নিজে বাদি হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল -১যশোর আদালতে স্বামীসহ ২জনকে আসামি করে এমামলাটি করেছেন। মামলার আসামী হল, উপজেলার লক্ষিপুর কাপাশহাটি গ্রামের সামসুর খাঁর ছেলে ইমরান খাঁ(৪৫), পিতা অজ্ঞাত সাফিয়া বেগম(৪৮)। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষিপুর কাপাশহাটি গ্রামের শামসুর খাঁর ছেলে মোঃ ইমরান খাঁ(৪৫), যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মোঃ সরিফুল ইসলামের মেয়ে বাদি মুনমুন আক্তার সর্মি(২২)-এর সাথে ৮ আগস্ট ২০২০ তারিখে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ইমরান তার কাছে যৌতুক চেয়ে নির্যাতন করতে থাকে বাদি সংসারের সুখের জন্য ৩ লাখ যৌতুকের টাকা পিতার বাড়ি থেকে এনে দেই। বাদি আর্জিতে আরো উল্লেখ করেন আসামি ইমরানের সাথে বিয়ের পর তার ঔরষে একটি কন্যা সন্তান জন্ম হয়। যার নাম আছিয়া আক্তার মিষ্টি(৫)। আসামি একজন আলোচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী, যে কারণে আসন্ন ঈদকে সামনে রেখে জমজমাট মাদক ব্যবসা করে আসছে। গত ঘটনার দিন ১৬ এপ্রিল আসামি ইমরান ২ লাখ টাকা যৌতুক দাবি করে, বাদি যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় তার স্বামী ও ২নং আসামির কুপরামর্শে ভাড়া বাড়িতে তার স্বামী বাদিকে অমানবিক মারধর নির্যাতন করে ঘর থেকে বের করে দেই। আর্জিতে বাদি আরো উল্লেখ করে, বাদি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে কিছু টা সুস্থ হয়ে অভয়নগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহন না করায় বিজ্ঞ আদালতে মামলাটি করেছেন। যার মামলার ধারা নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ আইন-২০০০ (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর- ১১(গ) ৩০। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহন করে সিআইডি যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। সরেজমিনে জানা গেছে,ওই এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন। ওই ইমরান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী যে কারনে সে এলাকা থেকে দীর্ঘদিন পলাতক রয়েছে। বাদিনীর বিজ্ঞ আদালতে দাখিলকৃত মামলার আর্জিতে আসামির ঠিকানা আমডাঙ্গা অভয়নগর যশোর, উল্লেখ করলেও প্রকৃতপক্ষে আসামির ঠিকানা এই প্রতিবেদক জানতে পারেন,উপজেলার লক্ষিপুর কাপাশহাটি অভয়নগর যশোর। যে কারণে সঠিক ঠিকানা উল্লেখ করা হল।

    আরও খবর

    Sponsered content