• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    স্মৃ‌তির বাতায়ন বই‌টির মোড়ক উ‌ম্মোচন’

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৫:২০:১৯ প্রিন্ট সংস্করণ

    মুকুল রাজ,কু‌ড়িগ্রাম জেলা প্রতি‌নি‌ধি:

    আবু নুর এলাহী বখশ এর ডা‌য়েরী‌ অবলম্ব‌নে স্মৃ‌তির বাতায়ন বই‌টি নি‌র্মিত হয়। তি‌নি তাঁর কর্মজীব‌নের প্রতি‌টি মুহূ‌র্তের কথা লি‌খে গি‌য়ে‌ছেন তাঁর ডা‌য়েরী‌তে। অমরাবতী প্রকাশনীর প্রকাশক ম‌নে ক‌রেন, তাঁর অনু‌প্রেরণামুলক লেখাগু‌লো বর্তমান প্রজ‌ম্মের কা‌ছে অনুকরণীয়‌ হ‌তে পা‌রে।তার লেখা ডা‌য়েরী‌গু‌লো বই আকা‌রে বের হ‌চ্ছে যার নাম স্মৃ‌তির বাতায়ন।১৯৪৫সাল থে‌কে ১৯৬৫সাল পর্যন্ত দীর্ঘ সম‌য়ের লেখা আবু নুর এলাহী বখশ স‌্যা‌রের এ ডা‌য়েরীগু‌লো‌তে র‌য়ে‌ছে প্রায় পৌ‌নে এক শতাব্দী পূ‌র্বের উত্তরব‌ঙ্গের তথা কু‌ড়িগ্রা‌মের দৈন‌ন্দিন জীবনযাত্রা,যাতায়াত,যোগা‌যোগ খাদ‌্য সামগ্রী ,শিক্ষা,স্বাস্থ‌্য ইত‌্যা‌তির বিবরণ।এই বই‌টি প্রথম খন্ড।স্মৃ‌তির বাতায়ন স্মৃ‌তির বই‌টি‌তে ১৯৪৭~সাল থে‌কে ২০০৯ সা‌লে পর্যন্ত যে‌ কথাগুলা ডা‌য়েরী‌তে লি‌খে‌ছেন তা তু‌লে ধরা হ‌য়ে‌ছে। বই‌টি‌তে সা‌র্বিক তত্বাবধা‌নে ছি‌লেন, নুরুল আনাম মান্না।
    এ‌টি বল‌ছি, কু‌ড়িগ্রাম জেলার উ‌লিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউ‌নিয়া‌নের কদমতলার ,বায়তুন নুর বাসভব‌নে স্মৃ‌তির বাতায়ন বই‌টির মোড়ক উ‌ম্মোচন করা হয়। মোড়ক উ‌ম্মোচন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, ২নং দলদ‌লিয়া ইউ‌নিয়া‌ন প‌রিষদের চেয়ারম‌্যান জনাব মো: লিয়াকত আলী সরকার। এছাড়া উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার জনাব আবদুর হা‌মিদ সরকার। তি‌নি তাঁর শিক্ষা গুরু এলাহী বখশ এর জীবনী সুন্দরভা‌বে সবার মা‌ঝে উপস্থাপন ক‌রেন। মোড়ক উ‌ম্মোচন অনুষ্ঠা‌নে অ‌নেক মানু‌ষের সমাগম ছিল । স্মৃ‌তির বাতায়ন বই‌টির মোড়ক উ‌ম্মোচন অনুষ্ঠা‌নে আজ‌কে সভাপ‌তিত্ব ক‌রেন ,চর্ম ও যৌন রোগ বি‌শেষজ্ঞ অধ‌্যাপক ডা:এম এন হুদা। তি‌নি ব‌লেন, আমার বাবা সারা জীবন ডা‌য়েরী লে‌খে গে‌ছেন। তাঁর লেখা ডা‌য়েরী‌তে উ‌ঠে এ‌সে‌ছে আঞ্চ‌লিক ,জাতীয় এবং আন্তর্জা‌তিক নানা ঘটনা। সেই ডা‌য়েরী থে‌কে সংক‌লিত তথ‌্যা‌দি বই আকা‌রে প্রকা‌শিত হ‌চ্ছে এটা জে‌নে আ‌মি অত‌্যন্ত খু‌শি।

    আরও খবর

    Sponsered content