• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • নাগরিক সংবাদ

    দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ৫:৪৬:৪৬ প্রিন্ট সংস্করণ

    মো:শাহানশাহ সোহান, পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে আনোয়ারা বেগম ওরফে আসারী (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনোয়ারা একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিকেলে বাড়ির পাশে থাকা একটি বাঁশ বাগানের বাঁশ কাটা নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয় আনোয়ারা বেগমের দুই ছেলে আমিনার রহমান (২৬) ও ইউসুফের (৩৫) মাঝে। এর মাঝে দুই ভাইয়ের হাতাহাতি শুরু হলে চিৎকার শুনে এগিয়ে আসেন মা আনোয়ারা। ঝগড়ার মাঝে হুঁচট খেয়ে বৃদ্ধা আনোয়ারা মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক বৃদ্ধা আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এদিক খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content